অন্যান্য ফ্রিল্যান্সিং সাইটে কাজ করলেও বাংলাদেশী সাইটে এই প্রথম সাইন আপ করলাম। আমি চেষ্টা করবো নিজের সর্বোচ্চটা দিয়ে গ্রাহকের পুর্ন সন্তুষ্টি নিশ্চিত করার। আমি গ্রাফিক ডিজাইনে পারদর্শী। ইতিপূর্বে আমার নিজস্ব মেধাবলে বিভিন্ন গ্রাহকের কাজ সময়মতো বুঝিয়ে দিয়েছি৷ এছাড়াও কন্টেন্ট রাইটিং, ফেসবুক গ্রুপ কভার, প্রোফাইল ব্যানার ডিজাইন করেছি। আশা করছি গ্রাহক কখনো নিরাশ হবেন না। আমার ভার্চুয়াল গ্রাফিক স্টোরে আপনাকে স্বাগতম।