মাইলস্টোন পেমেন্ট

মাইলস্টোন পেমেন্ট কি?

কোনো প্রোজেক্ট/কাজের সম্পূর্ণ টাকা বিভিন্ন স্তরে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট সেট করে পেমেন্ট করাকে মাইলস্টন পেমেন্ট সিস্টেম বলে।

মাইলস্টোন পেমেন্ট কেন?
বর্তমানে মাইলস্টোন পেমেন্ট এত জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হচ্ছে এর মাধ্যমে আপনি খুব তারাতাড়ি কাজটা করিয়ে নিতে পারবেন। কারন তখন একটা নির্দিষ্ট টার্গেট থাকে যে ফ্রিল্যান্সার যদি কাজটা সময়মত শেষ করতে পারি তখন সাথে সাথে তার টাকা ব্যালেন্স এ যোগ হয়ে যাবে। এছাড়া অনেক সময় কাজের মাঝে টাকা শেষ হয়ে যায় তখন এম্পলয়ার এবং ফ্রিল্যান্সার উভয় সমস্যায় পড়ে যান। যার ফলে আপনি এম্পলয়ার কাজটা বাদ দিয়ে দেন আর অন্যদিকে ফ্রিল্যান্সার হয় যতসব সমস্যা। তখন ফ্রিল্যান্সারের সময় এবং শ্রম উভয় নষ্ট হয়ে যায়। কিন্তু মাইলস্টোন পেমেন্ট এই প্যারা নিতে হয় না।কারন তখন আগে থেকেই কাজের একটা নির্দিষ্ট অংশের জন্য একটা নির্দিষ্ট পরিমান টাকা জমা থাকে। এতে ফ্রিল্যান্সার যেমন সস্তিতে কাজ করতে পারেন তেমনি এম্পলয়ারও সময়মত কাজের ডেলিভারি পায়।
আমাদের মাতৃভাষা বাংলায় দেশের একমাত্র ফ্রিল্যান্সিং প্লাটফর্ম KajKhuji.com.bd এই ফিচারটি পাবেন আর সাথে তো এস্ক্রো পেমেন্ট আছেই।

 

কাজ খুঁজি | KajKhuji.com.bd

কাজ খুঁজি | KajKhuji.com.bd

Author Since: June 17, 2021

6 কমেন্ট

  • Dev Joynal

    বিষয়টি ভালো ভাবে বুঝতে পারলাম। অসংখ্য ধন্যবাদ।

  • g-hazra-tv

    অনেক সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

    • কাজ খুঁজি | KajKhuji.com.bd

      আপনার মতামত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

  • Md. Kawsar Ali

    এটা খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন। ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসগুলোতেও এই মাইলস্টোন পেমেন্ট সিস্টেম রয়েছে । যা কাজের গতিকে আরো বাড়িয়ে দেয়। সত্যি বলতে কাজে মধ্যে একটি প্রশান্তি পাওয়া যায়। এমন কিছু কাজ আছে যা মাইলস্টোন সিস্টেম ছাড়া কাজ করা খুবই সমস্যার সৃষ্টি করে এবং এই সিস্টেমের জন্য সেটি অনায়াসে করা যায় নিশ্চিন্তে।

    Md. Kawsar Ali,
    Data Entry Specialist | Virtual Assistant

  • M. Saimur Rahman Jihad

    ধন্যবাদ।

আপনার কমেন্ট লিখুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.