টার্মস ও কন্ডিশন

  1. Home
  2. টার্মস ও কন্ডিশন

টার্মস ও কন্ডিশন

টার্মস ও কন্ডিশন

আপনি কাজ খুঁজি | KajKhuji.com.bd সাইটের ব্যবহার শুরু করার আগে অবশ্যই শর্তাবলীগুলো পড়ুন। সাইটটি ব্যবহার করতে হলে আপনাকে নিচের শর্তাবলী গুলো মেনে নিতে হবে, একটি সফল অ্যাকাউন্ট খোলার মাধ্যমে আপনি এই শর্তাবলী এবং আমাদের গোপনীয়তা নীতি দ্বারা আবদ্ধ এবং সম্মত হন। আপনি যদি এই পরিষেবার শর্তাবলি বা গোপনীয়তা নীতির সাথে একমত হতে না চান তবে আপনাকে অবশ্যই এই সাইটটিতে প্রবেশ বা ব্যবহার করতে হবে না।

শর্তাবলীঃ

ফ্রীল্যান্সার এবং এমপ্লয়ারঃ

১। এই সাইটটি ১৩ বছরের বা তার বেশি বয়সী ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য। আপনি যদি ১৩ বছরের কম বয়সী হন তবে আপনি এই সাইটের পরিষেবাগুলি আপনার জন্য না ।
২। আপনাদের অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে।
৩। কোনো প্রোজেক্ট/সার্ভিস কিনতে হলে আপনাকে অবশ্যই অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে।

এমপ্লয়ার/ ক্লাইন্ট

১। আপনি কাজ খুঁজি | KajKhuji.com.bd এর অর্ডার সিস্টেমের বাইরে পেমেন্ট সিস্টেমগুলি ব্যবহার করে ফ্রীল্যান্সারদের সরাসরি অর্থ প্রদান করতে পারবেন না।

২। আপনি ফ্রিল্যান্সারদের সাথে কাজ খুঁজি | KajKhuji.com.bd চ্যাট সিস্টেম ছাড়া অন্য কোন মাধ্যমে যোগাযোগ করতে পারবেন না অথবা কোন প্রকার মোবাইল নাম্বার, ইমেইল, অথবা অন্য কোন যোগাযোগ মাধ্যম এর ঠিকানা দিতে পারবেন না।

৩। আপনার প্রজেক্টের কাজ শুরু করতে আপনাকে বিড একসেপ্ট করতে হবে , এবং  কাজ খুঁজি | KajKhuji.com.bd এ আপনার প্রজেক্টের প্রদত্ত মুল্য অনুযায়ী সম্পুর্ন মুল্য অগ্রীম জমা রাখতে হবে। ফ্রিল্যান্সার প্রোজেক্ট ডেলিভার করলে  কাজ খুঁজি | KajKhuji.com.bd ফ্রিল্যান্সারকে প্রোজেক্টের বকেয়া বিল পরিশোধ করবে।

৪।  কাজ খুঁজি | KajKhuji.com.bd বিপণন এবং প্রচারমূলক উদ্দেশ্যে আপনার দেয়া সব প্রকাশিত কাজ ব্যবহার করার অধিকার বজায় রাখে।

৫। আপনি সার্ভিস ক্যাটাগরী থেকে ইনস্ট্যান্ট যেকোনো সার্ভিস/গিগ কিনতে পারবনে।

৬। কোনো আর্থিক কিংবা টেকনিক্যাল সমস্যা হলে তা ৪৮ ঘন্টার মধ্যে কাজ খুঁজি টিমকে জানাতে হবে। ৪৮ ঘন্টা পর কোনো রিপোর্ট গ্রহন করা হবে না। 

হট লাইনঃ +8809696032566

ইমেইলঃ support@kajkhuji.com.bd

মেসেঞ্জারঃ m.me/kajkhuji.com.bd

ফ্রীল্যান্সার

১। ফ্রিল্যান্সাররা এমপ্লয়ার/ক্লাইন্টদের সাথে  কাজ খুঁজি | KajKhuji.com.bd চ্যাট সিস্টেম ছাড়া অন্য কোন মাধ্যমে যোগাযোগ করতে পারবেন না অথবা কোন প্রকার মোবাইল নাম্বার, ইমেইল, অথবা অন্য কোন যোগাযোগ মাধ্যম এর ঠিকানা দিতে পারবেন না।

২। আপনি যে সমস্ত সার্ভিস অর্ডার বিক্রি করবেন এবং সফলভাবে সম্পন্ন করেন, তার ক্রয়ের পরিমাণের ১০৳  অর্থ  কাজ খুঁজি | KajKhuji.com.bd কমিশন ফি হিসেবে চার্য করবে।

৩। আপনি যে সমস্ত প্রোজেক্ট সফলভাবে সম্পন্ন করবেন, তার মোট বাজেটের ৪.৯%  অর্থ  কাজ খুঁজি | KajKhuji.com.bd কমিশন ফি হিসেবে চার্য।

৪। যদি কোনও অর্ডার/প্রোজেক্ট বাতিল করা হয় (কোন গ্রহনযোগ্য কারণে), ক্লাইন্টের প্রদত্ত অর্থ ফেরত দেওয়া হবে। এতে ফ্রীল্যান্সারের কাছ থেকে কোনো অর্থ নেয়া হবে না। তবে মনে রাখবেন এই শর্ত ডাউনলোডযোগ্য সার্ভিসের জন্য প্রযোজ্য নয়। 

৫। বিক্রেতা এর রেটিং ক্লাইন্ট দ্বারা পোস্ট করা পর্যালোচনার উপর ভিত্তি করে গণনা করা হয়।

৬। অত্যন্ত কম রেটিং বিক্রেতা এর অ্যাকাউন্ট স্থগিত হতে পারে এক্ষেত্রে পূর্বের করা কাজগুলো নিখুঁতভাবে মনিটরিং করা হবে।

৭। নিরাপত্তার জন্য,  কাজ খুঁজি | KajKhuji.com.bd প্রতারণাপূর্ণ বা অবৈধ ক্রিয়াকলাপ প্রতিরোধ করতে একজন বিক্রেতা এর উপার্জন সাময়িকভাবে প্রত্যাহার করতে পারে।

পেমেন্ট

১। আপনার প্রজেক্ট সমুহের বিড এক্সেপ্ট করলে  কাজ খুঁজি | KajKhuji.com.bd প্লাটফর্মে আপনার প্রজেক্টের সমপরিমান মুল্য আমাদের দেয়া পেমেন্ট মাধ্যমে পরিশোধ করতে হবে, আপনি কাজ বুঝে পাওয়ার পর কাজ খুঁজি | KajKhuji.com.bd ফ্রিল্যান্সারদেরকে মুল্য পরিশোধ করবে।

২। এমপ্লয়ারের টাকা সুরক্ষার জন্য সকল ফ্রীল্যান্সার তার টাকা সর্বনিম্ন ৪৮ ঘণ্টা পর যেকোনো কার্যদিবসে পাবে। 

৩। এমপ্লয়ার যদি কোনো কারনে ফ্রীল্যান্সারের পেমেন্ট শেষ হয়েছে বলে আপডেট না করে তবে প্রোজেক্ট/সার্ভিসের সময় নির্ধারিত সময়ের পর ফ্রীল্যান্সারের অ্যাকাউন্টে উক্ত টাকা জমা হয়ে যাবে। এক্ষেত্রে উভয়ের প্রোফাইলকে প্রাধন্য দেয়া হবে

ফ্ল্যাশ উইথড্রো

১। ফ্ল্যাশ উইথড্রো সর্বনিম্ন ১০৳ থেকে শুরু করে তা ১ লক্ষ পর্যন্ত নেয়া সম্ভব

২। ফ্ল্যাশ উইথড্রো শুধুমাত্র গত বুধবারের আগে শেষ হওয়া সার্ভিস/প্রোজেক্টের জন্য প্রযোজ্য হবে। কোনো  সার্ভিস/প্রোজেক্ট যদি বুধবার বা বৃহস্পতি বারে শেষ হয় তবে তা সাধারন নিয়ম অনুসারে তুলতে এই ক্ষেত্রে তা ফ্ল্যাশ উইথড্রো এর অন্তর্ভুক্ত হবে না।

৩। ফ্ল্যাশ উইথড্রোতে আপনার টাকার পরিমান যদি ৫০০ টাকার কম হয় তবে ৫ টাকা এক্সট্রা ট্রান্সেকশন চার্জ কাটা হবে। 

৪। ফ্ল্যাশ উইথড্রো প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে ৮টা পর্যন্ত চালু থাকবে।

৫। ফ্ল্যাশ উইথড্রো সিস্টেমটি কাজ খুঁজি | KajKhuji.com.bd যেকোনো সময় বাতিল অথবা পরিবর্তন করার ক্ষমতা রাখে।

 

ইনস্ট্যান্ট রিপোর্ট

১। কোন প্রোজেক্ট/সার্ভিসে ইনস্ট্যান্ট রিপোর্ট করা হলে  কাজ খুঁজি | KajKhuji.com.bd  প্লাটফর্ম ক্লাইন্ট/এমপ্লয়ার এবং ফ্রিল্যান্সার উভয়ের প্রোফাইল রেটিং,পুর্বের অভিজ্ঞতা এবং প্রজেক্ট স্ট্যাটাস দেখে সিদ্ধান্ত নিবে।

ফ্রীল্যান্সার এবং ক্লাইন্ট এর মধ্যে সম্পর্কচুক্তি

যদি ক্লায়েন্ট এবং ফ্রিল্যান্সার কোনও পরিষেবা চুক্তিতে প্রবেশ করার সিদ্ধান্ত নেয় তবে পরিষেবা চুক্তিটি ক্লায়েন্ট এবং ফ্রিল্যান্সারের মধ্যে সরাসরি চুক্তিমূলক সম্পর্ক হবে। । আপনি স্বীকার করেন, সম্মত হন এবং বোঝেন যে  কাজ খুঁজি | KajKhuji.com.bd কোনও পরিষেবা চুক্তিতে কোনও পক্ষ নয়, ব্যবহারকারীর মধ্যে একটি পরিষেবা চুক্তি গঠন কোনও পরিস্থিতিতে, কাজ খুঁজি | KajKhuji.com.bd  এবং কোনও ফ্রিল্যান্সার বা অংশীদারিত্বের মধ্যে কোনও চাকরি বা অন্য পরিষেবা সম্পর্ক তৈরি করে না।